চতুর্থ সপ্তাহেও সুপার হিট 'পোড়ামন-২'

poramon-2
বিশ্বকাপ খেলা চলায় শুধুমাত্র ঢাকার ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছিলো জাজের ঈদের ছবি ‘পোড়ামন ২’। কিন্তু দিন যতই যাচ্ছে, সিয়াম ও পূজা জুটি দর্শকদের আগ্রহী করে তুলছে। আর তাই তো খেলা চলার সময়ে দর্শক বেশ আগ্রহ নিয়ে ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন। দর্শকের আগ্রহকে প্রাধান্য দিতেই প্রেক্ষাগৃহ বাড়াতে বাধ্য হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। আর তাই শুক্রবার থেকে দেশের নানা প্রান্তের ৭৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হচ্ছে ‘পোড়ামন ২’।

তবে ছবিটি নিয়ে দর্শকের এমন অভূতপূর্ব সাড়া মিলবে ধারণা করতে পারেননি প্রযোজনা প্রতিষ্ঠান এবং অভিনয়শিল্পীদের কেউই। শেষ পর্যন্ত তো এই ছবির সাকসেস পার্টিরও আয়োজন করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

সেই অনুষ্ঠানে চলচ্চিত্রের একসময়ের দাপুটে অভিনয়শিল্পী মৌসুমী, শাবনূরসহ অনেকে উপস্থিত থেকে শুভকামনা জানান।

রায়হান রাফী পরিচালিত ‘পোড়ামন ২’ ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন ফজলুর রহমান বাবু, আনোয়ারা, নাদের চৌধুরী, সাঈদ বাবু প্রমুখ।

যেসব প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে পোড়ামন-২

১। বলাকা সিনেওয়ার্ল্ড : ১০:৩০, ১:৩০, ৩:৩০, ৬:৩০
২।শ্যামলী সিনেমা : ১২:০০, ২:৪০, ০৫:৩০, ৬:৩০
৩।স্টার সিনেপ্লেক্স : ১০:৩০, ১:৩০, ৪:৩০, ৭:৩০
৪।যমুনা ব্লকবাস্টার : ১১:৩০, ১:০০, ৩:৩০, ৭:১৫
৫।বর্ষা, জয়দেবপুর।
৬।মেহেরপুর সিনেমা, মেহেরপুর।
৭।মমো ইন- ঠেঙ্গামারা, বগুড়া ।
৮।মধুমিতা, ঢাকা।
৯।সেনা, সাভার।
১০।রাণীমহল, ডেমরা।
১১।।নিউমেট্রো, নারায়ণগঞ্জ।
১২।মণিহার, যশোর।
১৩।নন্দিতা, সিলেট।
১৪।শঙ্খ, খুলনা।
১৫।শাপলা, রংপুর।
১৬।চিত্রালী, খুলনা।
১৭। ছায়াবানী, ময়মনসিংহ।
১৮।মমতাজ, সিরাজগঞ্জ।
১৯।অভিরুচি, বরিশাল।
২০। বনানী, কুষ্টিয়া।
২১মর্ডান, দিনাজপুর।
২২।রুনা, চালাকচর।
২৩।কেয়া, টাঙ্গাইল।
২৪।মানসী, কিশোরগঞ্জ।
২৫।কল্লোল, মধুপুর।
২৬।ঝংকার, পাচদোনা।
২৭। প্রীতি, আগলা।
২৮।বনলতা, ফরিদপুর।
২৯। মণিকা, শায়েস্তাগঞ্জ।
৩০।রাজ, কুলিয়ারচর।
৩১।কানন, সাগরদীঘি।
৩২।রানা, বামন্দি।
৩৩।রাজিয়া, নাগরপুর।
৩৪।সনি, ঢাকা।
৩৫।সেনা, ঢাকা।
৩৬।পুনম, ঢাকা।
৩৭।চিত্রামাহল,ঢাকা।
৩৮।এশিয়া, ঢাকা।
৩৯।আলমাস, চট্টগ্রাম।
৪০। বিজিবি, সিলেট।
৪১।উপহার,রাজশাহী।
৪২।সোনিয়া,বগুড়া।
৪৩।অবকাশ, ফুলবাড়ী।
৪৪।তিতাস,পটুয়াখালী।
৪৫।আয়না, আক্কেলপুর।
৪৬।বৈশাখী,বাউফল।
৪৭।চলন্তিকা,গোপালদী।
৪৮।চাঁদমহল,কাঁচপুর।
৪৯।চিত্রাবানী,গোপালগঞ্জ।
৫০।ছন্দা, পটিয়া।
৫১।ফিরোজমহল, পাগলা।
৫২।গ্যারিসন,কুমিল্লা।
৫৩।হ্যাপি, লক্ষ্মীপুর।
৫৪।হীরক,গোবিন্দগঞ্জ।
৫৫।ঝর্ণা,দাউদকান্দি।
৫৬।কথাচিত্রা, কটিয়াদি।
৫৭।মধুমিতা, মাগুরা।
৫৮।মধুমতি, ভৈরব।
৫৯।মোহনা, কোনাবাড়ী।
৬০।ময়ূরী,বাগআঁচড়া।
৬১।মনোয়ার,জামালপুর।
৬২।মুন,হোমনা।
৬৩।নিউ গুলশান,জিঞ্জিরা।
৬৪। নিউ রজনীগন্ধা, চালা।
৬৫।পালকী, চান্দিনা।
৬৬।পান্না,মুক্তারপুর।
৬৭।পৃথিবী,জয়পুরহাট।
৬৮।প্রিয়া, ঝিনাইদহ।
৬৯।প্রতিভা,রাজৈর।
৭০।রংধনু,নজিপুর।
৭১।রাজমনি, বোরহানউদ্দিন।
৭২।রুপকথা,পাবনা।
৭৩।রূপসী,ভোলা।
৭৪।সঙ্গীতা,সাতক্ষীরা।
৭৫।শিক্তা,ধুনট।
৭৬।অবসর, বিরামপুর।
৭৭।ভিক্টোরিয়া,শ্রীমঙ্গল।
Powered by Blogger.