৬ ঘন্টার বৃষ্টিতে পানিবন্দি চট্টগ্রামের কয়েক লাখ মানুষ


Advertisement

Protect Free VPN+Data Manager
FREE · Over 1 million people use this
বিডিমর্নিং ডেস্ক-
চট্টগ্রামে ৬ ঘন্টার বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছেন নগরীর কয়েক লাখ মানুষ। ডুবে গেছে কয়েক হাজার ঘর-বাড়ি, দোকানপাট। নগরীর কোথাও কোথাও হাঁটুপানি থেকে কোমর সমান পানি দেখা গেছে। বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে কর্ণফুলী নদীর জোয়ারের পানি।
শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬৮ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এভাবে আরও দুই থেকে তিনদিন ভাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ আবদুল হান্নান। এদিকে জলাবদ্ধতায় নগরবাসীর অসুবিধা হওয়ায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সরেজমিনে দেখা গেছে, নগরীর মুরাদপুর, ষোলশহর, হালিশহর, আগ্রাবাদ, ছোটপুল, বড়পুল, বহদ্দারহাট, বাদুরতলা, চকবাজার, বাকলিয়া, এক কিলোমিটার, কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, চাকতাই-খাতুনগঞ্জসহ নগরীর বেশিরভাগ এলাকার মানুষ হাঁটু থেকে কোমর পানিতে বন্দি হয়ে পড়েছে। ভোর থেকে ভাড়ি বৃষ্টির কারণে নগরীর কয়েক হাজার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। এ কারণে দোকানের মালামাল নষ্ট হয়ে গেছে।
- See more
Powered by Blogger.