ডাটা এন্ট্রি ও কম্পিউটার অপারেটর নেবে এইচআর বাংলাদেশ

ঢাকা: ডাটা এন্ট্রি এবং কম্পিউটার অপারেটর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি প্রতিষ্ঠান এইচআর বাংলাদেশ লিমিটেড।
* পদের সংখ্যা: ২০।
* চাকরির প্রাসঙ্গিক বর্ণনা: ‘এইচআর বাংলাদেশ লিমিটেড’ একটি দেশিয় মানব সম্পদ কনসাল্টিং ফার্ম এবং কর্মসংস্থান এজেন্সি যা বাংলাদেশে অবস্থিত একটি স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য কিছু সংখ্যক ডাটা এন্ট্রি/কম্পিউটার অপারেটর নিয়োগ দিচ্ছে।
যে সকল প্রার্থী ইংরেজী ও বাংলায় দ্রুত টাইপিং দক্ষতা আছে এবং এমএস অফিস প্যাকেজে পারদর্শী তারা অবশ্যই আবেদন করুন।
* চাকরির বিবরণ/দায়িত্বসমূহ :
• বাংলায় টাইপিং স্পিড ৩০টি
• ইংরেজিতে টাইপিং স্পিড ৩৫টি
• এমএস ওয়ার্ড (অ্যাডভান্স)
• এক্সেল (অ্যাডভান্স)
• পাওয়ার পয়েন্ট (ইন্টারমেডিয়েট)
• কম্পিউটার সমস্যা সমাধান (অ্যাডভান্স)
• অনলাইন/ইন্টারনেট সক্রিয় করা (অ্যাডভান্স)
* শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/স্নাতক।
* অভিজ্ঞতা:
• কমপক্ষে ২ বছর
• চাকরিপ্রার্থীদের যেসব ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে:
Data Entry Operator (English), Data Entry Operator (Bengali), Data Entry Operator (Both English & Bengali), Data Entry Supervisor, Data Conversion, CADD Operator, Accounting Data Entry, Computer Operator
* চাকরিপ্রার্থীদের যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিজ্ঞতা থাকতে হবে:
বিজ্ঞাপনী সংস্থা, হিসাবনিরীক্ষা/কর পরামর্শক প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বাণিজ্য অথবা আমদানী/রপ্তানী, টেলিযোগাযোগ, উন্নয়ন সংস্থা, ডিজাইন/ছাপা/প্রকাশনা, বিপিও/ডাটা এন্ট্রি প্রতিষ্ঠান, কল সেন্টার, ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সি এন্ড এফ)।
* অন্যান্য যোগ্যতা:
• বয়স ২০ বছর এবং এর উপরে
• ফটোশপ (ইন্টারমেডিয়েট)
• ইলাস্ট্রেটর (ইন্টারমেডিয়েট)
• অডিও এডিটিং
• ভিডিও এডিটিং
• ফেসবুক নিয়ন্ত্রণ
• সোশ্যাল মিডিয়া মার্কেটিং
কর্মস্হল: চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ
বেতন: আলোচনা সাপেক্ষ
অন্যান্য সুবিধা: কোম্পানির নিয়ম অনুযায়ী।
আবেদনের শেষ তারিখ: ৫ জানুয়ারী ২০১৮
আবেদনের ঠিকানা: রমনা সেঞ্চুরি এভিনিউ, ১২৫ মিজনেট বিল্ডিং, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
ওয়েব : www.hrbangladesh.com.bd
Powered by Blogger.