কিভাবে ব্লগ Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়?

কিছু দিন আগে Blogger Sitemap তৈরী এবং Google Search Engine এ সাবমিট করার পদ্ধতি সংক্রান্ত একটি পোষ্ট শেয়ার করেছিলাম। সেখানে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে শুধুমাত্র Google Search Engine এ কোন ব্লগ/ওয়েবসাইট সাবমিট করতে হয়। তারই ধরাবাহিকতায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে যে কোন ব্লগ/ওয়েবসাইট Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়।

-
বন্ধুরা, ঈদ-ঊল-আযহার মাত্র ০৩ তিন বাকী আছে। সবাই নিশ্চয় ঈদের আনন্দ উপভোগ করার জন্য যার যার সামর্থ অনুসারে প্রস্তুতি শেষ করে নিয়েছেন। ঈদের অনাবিল আনন্দ সকল স্তরের মানুষ সমানভাবে উপভোগ করতে পারে সেই কামনাই করি। সবাইকে “প্রযুক্তি ডট কম” এর পক্ষ্য থেকে ঈদের অগ্রীম শুভেচ্ছা, ঈদ মোবারক।
কিভাবে ওয়েবসাইট Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়
বর্তমান সময়ে সার্চ ইঞ্জিনের ৮০% কাজ সবাই গুগল সার্চ ইঞ্জিন হতে সেরে নেয় এবং বাকী ২০% Bing ও Yahoo সার্চ ইঞ্জিন হতে সম্পন্ন করে। এই জন্য সবাই গুগল সার্চ ইঞ্জিনকে টার্গেট করে। তবে বাকী ২০% পেতে চাইলে আপনার ওয়েবসাইটটি অবশ্যই Bing ও Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে।

Blogger Sitemap কিঃ সাইটম্যাপ হচ্ছে আপনার ব্লগের সার সংক্ষেপ। কোন একটি দেশের কিংবা স্থানের Map যদি আপনার হাতে থাকে তাহলে সহজে আপনি যে কোন জায়গা নির্ধারন করতে পারবেন। যেমন-সিলেট শহরের ম্যাপটা যদি আপনার হাতে থাকে তাহলে আপনি সম্পূর্ণ সিলেট শহর সম্পর্কে সু-স্পষ্ট ধারনা নেওয়ার পাশাপাশি সিলেট শহরের কোথায় কি আছে তাও জানতে পারবেন। তেমনি আপনি যদি আপনার ব্লগটি Search Engine এ সাবমিট করে রাখেন তাহলে Search Engine গুলি আপনার ব্লগ এর কোথায় কি আছে তা জেনে নিতে পারবে। এতেকরে Search রোবট আপনার পোষ্টগুলি Crawl এবং Index করার মাধ্যমে সার্চ ইঞ্জিনে সাবার সামনে নিয়ে যাবে। আর সার্চ ইঞ্জিনে নিয়ে যাওয়া মানেই হচ্ছে আপনার ব্লগের ভিজিটর বেড়ে যাওয়া। মূলত Blogger Sitemap সাবমিট করার উদ্দেশ্য হচ্ছে সার্চ ইঞ্জিন হতে আপনার ব্লগে ভিজিটর নিয়ে আসা।

 কিভাবে Bing এ সাইটম্যাপ সবমিট করবেনঃ

  • প্রথমেই আপনার একটি Microsoft ID অর্থাৎ Hotmail ID থাকতে হবে।
  • তারপর ঐ আইডি দিয়ে Bing Webmaster Tools এ লগইন করুন।
  • লগইন করার পর নিচের চিত্রটি দেখতে পাবেন।
কিভাবে ওয়েবসাইট Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়
  • উপরের চিত্রে আপনার ব্লগের Url টি দিয়ে Add বাটনে ক্লিক করলেই নিচের চিত্রটি দেখতে পাবেন।
কিভাবে ওয়েবসাইট Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়
  • এখানে Url এর জায়গায় আপনার ব্লগের এড্রেসি দেন।
  • তারপর Add a Sitemap এর জায়গায় নিচের লাইনটি যুক্ত করুন। নিচের prozokti এর স্থলে আপনার ব্লগের এড্রেস দেবেন।
http://www.prozokti.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=150
  • এরপর নিচের দিকের সব তথ্যগুলি দিয়ে Save বাটনে ক্লিক করলেই নিচের চিত্রটি শো করবে।
কিভাবে ওয়েবসাইট Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়
  • এখন উপরের চিত্রের Meta Tag টি কপি করে আপনার ব্লগের <head> ট্যাগের নিচে পেষ্ট করে Template Save করুন।
  • তারপর নিচের দিকে একটি Verify বাটন দেখতে পাবেন। নিচের চিত্রে দেখুন-
কিভাবে ওয়েবসাইট Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়
  • উপরের চিত্রের লাল চিহ্নিত Verify বাটনে ক্লিক করলেই কাজ শেষ।
কিভাবে Yahoo এ সাইটম্যাপ সবমিট করবেনঃ Bing Search Engine এ সাইট সাবমিট করার পর Yahoo সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট সাবমিট করার কোন প্রয়োজন হয় না। কারণ Bing এ সাইট সাবমিট করার পর Yahoo সার্চ ইঞ্জিনে অটোমেটিক আপনার ব্লগ/ওয়েবসাইট সাবমিট হয়ে যাবে। এ নিয়ে আমি পরবর্তী কোন পোষ্টে বিস্তারিত আলোচনা করবো, ইনশাআল্লাহ্।

 আপডেটঃ

ব্লগের Atom Feed এর এক পাতায় পূর্বে 500 টি পোষ্ট শো করত কিন্তু সম্প্রতি ব্লগার টিম এটিকে 500 পোষ্ট এর পরিবর্তে ১৫০ টি পোষ্ট করে। সেই জন্য এখন XML এ 500 এর পরিবর্তে 150 ব্যবহার করতে হবে। যারা এখনো পূর্বের নিয়মানুসারে 500 টি ব্যবহার করছেন তাদের ব্লগের 150 টি পোষ্টের বেশী সার্চ ইঞ্জিনে Index হবে না। সেই জন্য পূর্বের XML Sitemap টি ডিলিট করে নতুন সাইটম্যাপ ওয়েবমাষ্টার টুলসে সাবমিট করতে হবে। আপনার ব্লগে যদি 150 টির বেশী পোষ্ট থাকে তাহলে বিষয়টির সত্যতা ওয়েবমাষ্টার টুলস হতে যাচাই করতে পারবেন। নিচে দেখুন কিভাবে পুরাতন XML Sitemap এর পরিবর্তে নতুন XML Sitemap ব্যবহার করতে হবে। (নোটঃ আপনার যদি পূর্বে কোন Sitemap সাবমিট করা না থাকে তাহলে আপডেট অংশটি ফলো করার প্রয়োজন নেই)।
  • প্রথমে Bing Webmaster Tools এ লগইন করুন।
  • তারপর ওয়েবমাষ্টার টুলস এ নিচের চিত্রটি দেখতে পাবেন।
কিভাবে ব্লগ Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়?
  • এখন উপরের চিত্র হতে Configure My Site হতে Sitemaps এ ক্লিক করলে নিচের চিত্রেরমত আপনার পুরনো সাইটম্যাপ দেখতে পাবেন।
কিভাবে ব্লগ Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়?
  • উপরের চিত্রেরমত আপনার পূরনো সাইটম্যাপগুলি ডিলিট করুন।
  • এখন আগের নিয়মে নিচের XML সাইটম্যাপটি সাবমিট করুন।
http://www.prozokti.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=150
  • আপনার ব্লগে যদি 150 টির বেশী পোষ্ট থাকে তাহলে নিচের লাইন দুটি আলাদাভাবে দুই বারে সাবমিট করুন।
http://www.prozokti.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=150
http://www.prozokti.com/atom.xml?redirect=false&start-index=151&max-results=150
  • উপরের Feed দুটি মোট 300 টি পোষ্ট Index হবে। আপনার ব্লগে যদি তার চাইতেও বেশী পোষ্ট থাকে, তাহলে 151 এর পরিবর্তে 301 দিয়ে পুনরায় আরেকটি Feed সাবমিট করবেন। এভাবে আপনার ব্লগে যত পোষ্ট থাকবে সংখ্যাটি পরিবর্তন করে নতুন ফীড সাবমিট করতে হবে।
Powered by Blogger.