ভারতীয় ‘ওয়ান’ মুক্তি নিয়ে ‘পরবাসিনী’ নির্মাতার প্রতিবাদ

বিনোদন প্রতিবেদক, সময়ের কণ্ঠস্বর- ৫ মে মুক্তি পাচ্ছে স্বপন আহমেদ পরিচালিত অতি প্রত্যাশিত সিনেমা ‘পরবাসিনী’। এ নিয়ে সিনে ভক্তদের উচ্ছ্বাসের যে রেশ দেখা যাচ্ছিল তা অনেকটা ম্লান করে দিল কলকাতার ‘ওয়ান’।
অনেকদিন আগেই ‌‘পরবাসিনী’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়। একইদিন মুক্তি পাবে ‌‘মিলন সেতু’। এবার জানা গেল, একই সপ্তাহে দুটি ছবির বেশি মুক্তির নিয়ম না থাকলেও বেআইনিভাবে মুক্তি পাচ্ছে ‘ওয়ান’।
collage-2017-04-30-696x421ফেসবুক লাইভে রোববার ‘পরবাসিনী ‘ সিনেমার নির্মাতা স্বপন আহমেদ জানান, এর জন্য বিচিত্র পদক্ষেপ নেয় ‘ওয়ান’ আমদানিকারকরা। ২৭ এপ্রিল সেন্সর করে পরদিন নামকা ওয়াস্তে একটি হলে মুক্তির কথা বলে। যাতে ৫ মে নির্বিঘ্নে মুক্তি দিতে পারে। কিন্তু তাও করেনি। এবার সরাসরি ‘পরবাসিনী’র সঙ্গে মুক্তি দিচ্ছে।
তার অভিযোগ, ভারতীয় সিনেমা হলে নাকি কোনো নিয়ম মানা লাগে না। সেন্সর প্রদর্শনীর আগেই ছাড়পত্র পেয়ে যায়। সাফটা চুক্তির আওতায় প্রথমে ভারতে কোনো একটি বাংলাদেশি ছবি মুক্তি পেতে হয়, এবার নামকা ওয়াস্তেও সে নিয়ম মানা হচ্ছে না।
তিনি আরো জানান, যখন দেশি ভালো কোনো সিনেমা মুক্তি পাচ্ছে তার সাথে জুড়ে দেওয়া হচ্ছে ভারতীয় সিনেমা। এর আগে হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’র জন্য জুড়ে দেওয়া হয়েছে কলকাতার ‘হরিপদ ব্যান্ডওয়ালা’। অর্থাৎ দেশীয় মৌলিক সিনেমার বাজার ধ্বংসের চক্রান্ত চলছে। হল কেড়ে নেওয়া হচ্ছে।
স্বপন বলেন, এমন পরিস্থিতিতে অচিরেই দেশীয় সিনেমার বাজার ধ্বংস হয়ে যাবে। উদ্ভূত পরিস্থিতি ঠেকাতে তিনি আইনের আশ্রয় নেবেন। প্রধানমন্ত্রীর হস্তপেক্ষও কামনা করেন।
ভারতীয় সিনেমা বয়কটের জন্য দর্শকদের প্রতি অনুরোধ করেন ‘লাল টিপ’ সিনেমার খ্যাত এ নির্মাতা। পাশাপাশি দেশি অভিনয়শিল্পী ও নির্মাতাদের এক জোট হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ‘পরবাসিনী’ ছবিতে অভিনয় করেছেন ইমন, রীথ মজুমদার, সব্যসাচী চক্রবর্তী, উর্বশী রাউতেলা, জুনে মালিয়াহ, সোহেল খান, অপ্সরা আলী প্রমুখ। এটি নির্মিত হয়েছে রেগে এন্টারটেইনমেন্ট এর ব্যানারে।
অন্যদিকে বিরশা দাশগুপ্ত পরিচালিত ‘ওয়ান’ ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, রিচেল হোয়াইট প্রমুখ। এটি প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
Powered by Blogger.