বিয়ের প্রমাণ দিতে বললেন: শাকিব খান

shakib
আট বছর আগে অপুকে বিয়ে করার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে শাকিব খান বিস্ময় প্রকাশ করেন। তিনি অপু বিশ্বাসকে বিয়ের প্রমাণ দেয়ার দাবি জানান। আর ছয় মাসের শিশুর বিষয়টি স্বীকার করে শাকিব খান বলেন, একসঙ্গে কাজ করতে গেলে এমন ভুল হতেই পারে। টেলিফোনে সময় সংবাদকে তিনি এ কথা বলেন।

শাকিব বলেন, 'ওকে বলেন, পেপারস দেখাতে। ও তো একটা চক্রের সাথে জড়িত। আমি শেষ মানে ওই চক্রটা চায় যে সাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এইজন্যই তো আঘাত হাঁনতেছে। কত টাকা পেয়ে এগুলো করতেছে সেটা বলতে বলেন। এতো বছর পর পরে কেন এইসব করতেছে। আমার কাছ থেকেও কয়েকদিন আগে টাকা খাইছে, ১২ লাখ টাকা।'

সন্তানের কথা উল্লেখ করে সাকিব খান বলেন, 'তার আর কি আছে পৃথিবীতে, সে তো নিষ্পাপ, সে তো আর ব্লাকমেইলার না। আমি একজন মানুষ হিসেবে মানুষের দায়িত্ব নিতে চাই। এক সাথে কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হইতেই পারে। হইতেই পারে কিছু একটা।'
Powered by Blogger.