বিয়ের প্রমাণ দিতে বললেন: শাকিব খান
শাকিব বলেন, 'ওকে বলেন, পেপারস দেখাতে। ও তো একটা চক্রের সাথে জড়িত। আমি শেষ মানে ওই চক্রটা চায় যে সাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এইজন্যই তো আঘাত হাঁনতেছে। কত টাকা পেয়ে এগুলো করতেছে সেটা বলতে বলেন। এতো বছর পর পরে কেন এইসব করতেছে। আমার কাছ থেকেও কয়েকদিন আগে টাকা খাইছে, ১২ লাখ টাকা।'
সন্তানের কথা উল্লেখ করে সাকিব খান বলেন, 'তার আর কি আছে পৃথিবীতে, সে তো নিষ্পাপ, সে তো আর ব্লাকমেইলার না। আমি একজন মানুষ হিসেবে মানুষের দায়িত্ব নিতে চাই। এক সাথে কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হইতেই পারে। হইতেই পারে কিছু একটা।'