ভ্যাট পরিশোধে ব্যবসায়ীদের যেতে হবে না রাজস্ব অফিসে



nbr-online
Latest Offer | WorldClass Hosting & IT Solution
ভ্যাট পরিশোধে আর কোনো ব্যবসায়ীকে যেতে হবে না রাজস্ব অফিসে। থাকবে না ফাইল নিয়ে দৌঁড়ঝাপ, হয়রানি কিংবা অন্য কোনো ঝামেলা। পহেলা জুলাই থেকে ঘরে বসেই ভ্যাট পরিশোধ করতে পারবেন তারা। এরই মধ্যে শুরু হয়ে গেছে ইলেক্ট্রনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা ই-বিআইএন-এর নিবন্ধন কার্যক্রম। চলছে কর কর্মকর্তাদের প্রশিক্ষণ। কেমন হবে কাগজপত্র মুক্ত সেই অনলাইন ভ্যাট ব্যবস্থা?

মনিটরের সামনে নিবিষ্ট চোখ। চলছে প্রশিক্ষণ। দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন একঝাঁক তরুণ ভ্যাট কর্মকর্তা। পরিচিত হচ্ছেন নতুন অনলাইন ভ্যাট ব্যবস্থার সঙ্গে।

আগামী পয়লা জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন অনলাইনে ভ্যাট আদায়। তাই এই প্রশিক্ষণ। অংশগ্রহণকারীরা বলছেন, নতুন ব্যবস্থাপনায় গতি পাবে ভ্যাট আদায়ের দাপ্তরিক কার্যক্রম।

তারা জানান, এটি এই সময়ের জন্য উপযোগী প্রশিক্ষণ। এটিকে খুব ভালোভাবে প্রয়োগ করতে পারবেন এবং ব্যবসায়ীরাও ভালোভাবে ভ্যাট দিতে পারবেন। এছাড়া ব্যবসায়ীদের কি সেবা দিতে পারবেন এবং তারা কিভাবে উপকৃত হতে পারবেন সেটা জানা যাচ্ছে বলেও মত তাদের।

জাতীয় রাজস্ব বোর্ড -এনবিআর বলছে, গেল ১৫ মার্চ থেকেই শুরু হয়ে এখন প্রায় শেষের পথে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর ই-বিআইএন এর নিবন্ধন কার্যক্রম। প্রায় শেষের দিকে অনলাইন ব্যবস্থাপনার অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রমও।

জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কমিশনার মো. জাকির হোসেন বলেন, 'আমরা প্রাযু্ক্তিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমাদের বিভাগীয় সার্কেল অফিসে কম্পিউটার এবং নেটওয়ার্ক চলে গেছে। সকল অফিসারের আইনের ওপর ট্রেনিং হয়ে গেছে এখন সফটওয়ারের ওপর ট্রেনিং চলছে।'

ভ্যাট অনলাইন দপ্তর বলছে, অনলাইন ব্যবস্থায় কোন ব্যবসায়ীকে আসতে হবে না রাজস্ব অফিসে। ঘরে বসেই অনলাইনেই এসএমএস আকারে পাওয়া যাবে রশিদ।
সেই সঙ্গে ব্যবসায়ীদের দীর্ঘ হিসাব সংরক্ষণের ঝামেলা ও অসাধু ভ্যাট কর্মকর্তাদের হয়রানিও বন্ধ হবে বলেও মনে করেন তিনি।Latest Offer | WorldClass Hosting & IT Solution
Powered by Blogger.