হাসপাতালে ভর্তি শাকিব খান

sakib-khan
জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তাকে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক’দিন ধরে শাকিব খান-অপু বিশ্বাসের দ্বন্দ্ব নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে। শাকিবের নানামুখী বক্তব্য নিয়ে সমালোচনা তৈরি হয়। কয়েকদিনের মানসিক চাপ, অনিয়ম। সব মিলিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাকিব খান।

আজ সকাল থেকেই তার বুক ও ঘাড়ে ব্যথা ছিল। তাই নিয়মিত চেকআপের জন্য ল্যাব এইড হাসপাতালে গিয়েছিলেন। পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে সেখানে ভর্তি হতে হয়েছে। এদিকে শাকিবের অসুস্থ্যতার খবরে হাসপাতালে ছুটে আসেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজকসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন আড়ালে থাকার পর নায়িকা অপু বিশ্বাস গত সোমবার হঠাৎ ছেলে কোলে এক টেলিভিশনে লাইভে হাজির হয়ে বোমা ফাটান তিনি। তিনি জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে সেই ২০০৮ সালে। আর গত বছর কলকাতায় তাদের পুত্র সন্তানের জন্ম হয়।

ওই ঘটনার পর থেকেই এ তারকা জুটিকে নিয়ে সরগরম রয়েছে গণমাধ্যম। দুজনকেই বিভিন্ন টেলিভিশনে একাধিকবার নিজের বক্তব্য তুলে ধরতে দেখা গেছে।
Powered by Blogger.