অবশেষে বেনাপোল ছেড়ে গেল কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস-২
7:59 PM
Read
ডেস্ক-
শনিবার বেলা ১টা ৫৪ মিনিটে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৈত্রী এক্সপ্রেস-২এর রেল সার্ভিস উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বেনাপোল ছেড়ে গেল খুলনা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস-২।
সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের সময় বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক বেনাপোল রেলস্টেশনে উপস্থিত ছিলেন। এ সময় বেনাপোল রেলস্টেশনে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, রেল মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান, স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিন, স্বপন ভট্টাচার্য এমপি, পৌর মেয়র আশরাফুল আলম, রেলের মহাপরিচালক আমজাদ হোসেন, অতিরিক্ত মহাব্যবস্থাপক হাবিবুর রহমান, পশ্চিমাঞ্চলীয় জিএম খায়রুল আলম , জেলা প্রশাসক ড. হুমায়ুর কবীর, বেনাপোল কাস্টমস কমিশনার মো: শত্তকাত হোসেন, পুলিশ সুপার আনিসুর রহমানসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
শনিবার কলকাতার উদ্দেশ্যে সকাল ৮টা ১০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে প্রথম যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস-২। খুলনা স্টেশনে উপস্থিত থেকে ট্রেনটিকে বিদায় জানান খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার কাজী আমিরুল ইসলামসহ সহস্রাধিক উৎসুক জনতা। যশোর জংশনে যাত্রা বিরতি শেষে সকাল পৌনে ১১টায় বেনাপোলে পৌঁছায়। খুলনা থেকে ৫টি বগি নিয়ে পরীক্ষামূলক এ যাত্রায় কোন সাধারন যাত্রী বহন করা হয়নি।
এ ট্রেনের যাত্রী ছিলেন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা ও রাষ্ট্রীয় কাজে নিয়োজিত গুরুত্বপূর্ণ ৪৩ জন। বাংলাদেশ রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
অবশেষে বেনাপোল ছেড়ে গেল কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস-২
Reviewed by JobsInfo
on
7:59 PM
Rating: 5
About Author

Online helpers 4u Created By Abhiram - Writer and author of This blog belong to a simple and Not much-educated society but I get all knowledge all from Internet and web community college teachers and From Books In the library. I believe that I have much knowledge to give you more knowledge about internet and web developm. I Believe in Simple Living and High power Of thinking and also Sharing because sharing is caring.