সংবাদ সম্মেলন বাতিল করলেন শাকিব খান
বিভিন্ন গণমাধ্যমে গতকাল দেয়া সাক্ষাৎকারে চিত্রনায়িকা অপু বিশ্বাসের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের করবেন বলে জানিয়েছিলেন শাকিব। বেলা ১২টায় সংবাদ সম্মেলনের সময় দেয়া থাকলেও তিনি যাননি। এ সময় শাকিব ও তার ব্যক্তিগত সহকারীর ফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ করা হয়নি।
এদিকে গতকাল থেকেই দেশের মানুষের মুখে মুখে ফিরছে চিত্রনায়ক শাকিব অপুর সম্পর্ক। ২০০৮ সালে বিয়ের দীর্ঘ ৮ বছর পর শিশু পুত্র নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে হাজির হন অপু। এরপর সংবাদ সম্মেলন করেন। এ খবরটি আজ টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে।