Twitter, Facebook, Google +1 এর ফলোয়ার এবং আপনার সাইটের ভিজিটর বাড়ান একদম ফ্রি, একদম সহজে।

বন্ধুরা কেমন আছেন সবাই? আশাকরি সবাই এই হিমেল দিন গুলো ভালই উপভোগ করছেন। কথা না বাড়িয়ে চলুন আজকের চমকপ্রদ এই টিউনটি উপভোগ করি। বর্তমান সময়ে আমরা প্রায় সবাই-ই ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ডিগ এর মত সোশ্যাল কমিউনিকেশন সাইট গুলো ব্যবহার করি। আবার অনেকের নিজস্ব ব্যক্তিগত ওয়েব সাইটও আছে, আবার কেউ কেউ তাদের ওয়েব সাইট প্রোমোট বা অন্যকোন প্রয়োজনে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। কিন্তু সকল প্রচেষ্টাই ব্যর্থ যদি আমরা আমাদের সোশ্যাল কমিউনিকেশন সাইট গুলোতে যথেষ্ট পরিমাণ ফলোয়ার না পাই এবং নিজস্ব সাইট ও ইউটিউব ভিডিও গুলোতে নির্দিষ্ট পরিমাণ ভিজিটর না পাই। সকল প্রচেষ্টাই সফল করা সম্ভব একটি মাত্র ওয়েব সাইটের মাধ্যমে। যেখানে আপনি আপনার সোশ্যাল কমিউনিকেশন সাইটের লিংকগুলো রাখতে পারবেন, পাশাপাশি আপনার নিজের ওয়েবসাইট ও ইউটিউবের ভিডিওর লিংক গুলোও রাখতে পরবেন। এবার আসুন নিচের ছবিগুলো দেখি এবং Twitter, Facebook, Google +1 ফলোয়ার বা ফ্যানসের সংখ্যা বাড়াই এবং আপনার নিজের ওয়েব সাইটের ও ইউটিউবের ভিজিটর বাড়াই।
এই মহা মূল্যবান সাইটের মাধ্যমে যে সকল সুযোগ সুবিধা পুরোপুরি ফ্রিতে পাবেন:
১. আপনি কি Twitter, Facebook, Google +1 ব্যবহার করে থাকেন?
=>উক্তর যদি হ্যাঁ হয় তবে উক্ত সাইট থেকে যথেষ্ট পরিমাণ ফলোয়ার বা ফ্যান পাবেন।
২. আপনার কি নিজস্ব ওয়েব সাইট আছে?
=> উক্তর যদি হ্যাঁ হয় তবে উক্ত সাইট থেকে আপনার চাহিদা বা আশানুরূপ ভিজিটর পাওয়া সম্ভব।
৩. আপনি কি বিভিন্ন প্রয়োজনে ইউটিউবে ভিডিও আপলোড করেন?
=> উক্তর যদি হ্যাঁ হয় তবে উক্ত সাইট থেকে আশানুরূপ ভিডিও গুলোর ভিউয়ার পাবেন।
উপরোক্ত সুবিধা গুলো নিমেষেই পেতে চাইলে প্রথমে এই লিংকে ক্লিক করুন এবার যে ওয়েব পেজটি পাবেন তার নিয়ম গুলো সঠিক ভাবে ফলো করুন তাহলেই চলবে। এই সাইটের কার্য পদ্ধতি খুবই সহজ তাই আমি কোন প্রকার টিউটোরিয়াল দিলাম না তবে যদি কোন কারণে মনে করেন উক্ত সাইটি আপনারও খুব প্রয়োজনীয় কিন্তু এর কার্যপদ্ধতি আপনার বুঝতে সমস্যা হচ্ছে তবে কমেন্ট করুন, আমি বিস্তারিত টিউটোরিয়াল সহ টিউন করব।
Powered by Blogger.