যেভাবে একটি ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন করবেন

আসসালামুয়ালাইকুম,
আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। কথা না বাড়িয়ে চলুন কাজের কথায় আসি। আজকে আমি যে বিষয়টি নিয়ে টিউন করবো তা হল কিভাবে একটি ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন করবেন। আমরা যারা অনলাইনে খুব একটা অভিজ্ঞ নয়। তারা অনেক সময়  ভাবি আমাদের যদি একটা ওয়েবসাইট থাকত !
কিন্তু আগামাথা কিছুই বুঝতে পারি না। মুলত একটি সাইট বানানোর জন্য দরকার হয় ডোমেইন ও হোস্টিং। ডোমেইন হল আমরা যে ঠিকানাটা দেখি। যেমন http://www.facebook.com অর্থাৎ এখানে www.facebook.com একটি ডোমেইন। আর হোস্টিং হচ্ছে সাইট এর ফাইল গুলো যা সার্ভোর থেকে আমাদের কম্পিউটার এ আসে এবং আমরা তা ব্রাউজার এর তা দেখি। নতুনদের জন্য আমি ওয়ার্ডপ্রেস রিকমেনড করি।
ওয়ার্ডপ্রেস শেখাটাও খুব একটা কথিন নয়। তো চলুন দেখি কিভাবে একটি ফ্রী ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয়। এখানে ভিডিও তে freenom.com থেকে ডোমেইন রেজিস্ট্রেশন দেখান হয়েছে। এছাড়া ডট কম(.com) বা ডট অরগ ডট নেট (.org/.net) এগুল হল পেইড ডোমেইন। এগুল কিনতে হলে আপনাকে ডলার খরচ করতে হবে। সাধারনত ৮-১০$ পার বছর। চলুন দেখি  যেভাবে একটি ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন করবেন
ভাল লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।
Powered by Blogger.